আবেদা-নূর ফাউন্ডেশন সাবেক শিক্ষা সচিব জনাব মোঃ ইরশাদুল হক ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত করেন। যার মূল লক্ষ্য হলো দ্বীনি মানুষ গড়া। এখানে অজপাড়া গাও হলো ও চান্দিনা উপজেলার সর্বশেষ দক্ষিন পশ্চিমাংশে অবস্থিত এই ফাউন্ডেশনটি। এখানে এলে কেউ ভাবতে পারবে না যে, সুন্দর এতোগুলো প্রতিষ্ঠান এক সাথে আছে। যেমন, আবেদা-নূর জামে মসজিদ, আবেদা-নূর কামিল মাদ্রাসা, আবেদা- নূর বি এম কলেজ, আবেদা-নূর উচ্চ বিদ্যালয়, আবেদা-নূর বালিকা উচ্চ বিদ্যালয়, আবেদা-নূর হাফেজিয়া মাদ্রাসা, আবেদা-নূর এতিমখানা, আরো উল্লেখ্য যে, আবেদা-নূর ফাউন্ডেশনের মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংক অবস্থিত। ভবিষ্যতে আবেদা-নূর মা ও শিশু হাসপাতালটি মেডিকেল কলেজ করার চেষ্টা চলিতেছে। শিক্ষার মানের দিক দিয়ে আবেদা-নূর ফাউন্ডেশন 100 % এগিয়ে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS